রাজবাড়ীর গোয়ালন্দে কাপড় ধৌত করা বালতির পানিতে ডুবে মরিয়ম নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার পশ্চিম উজানচর রিয়াজ উদ্দিন পাড়ার বাসিন্দা এরশাদ মোল্লা ও শারমিন বেগম দম্পতির একমাত্র কন্যা। এরশাদ পেশায় একজন কৃষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু মরিয়ম বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি বাড়ির ভিতরে চলে যায়। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে মরিয়মকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে টিউবওয়েলের পাশে রাখা পানিভর্তি প্লাস্টিকের বালতির মধ্যে মরিয়মের পা ওপরে এবং মাথা পানির নিচে ডুবে থাকতে দেখতে পান। পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রতিবেশী মোশারফ সরদার জানান, বাবা-মা কাজে ব্যস্ত থাকাকালীন মরিয়ম খেলা করতে গিয়ে টিউবওয়েলের পাশের পানির বালতিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শিশু মরিয়মের মৃত্যু অত্যন্ত বেদনা ও কষ্টদায়ক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি অভিভাবকের যত কাজের চাপই থাকুক না কেন সর্বদা শিশু সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিৎ।