রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার গোয়ালন্দ উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসের শুরুতে সকালে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে স্হাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য রেলী, কেক কাটা, আলোচনা সভা, অসচ্ছলতা ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান, শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, যুব ঋনের চেক বিতরণ এবং দুরারোগ্য রোগীদের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস ছামাদ মোল্লা , উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।