বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা কালুখালীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী পাংশায় একই দিনে দুজনের আত্মহত্যা ইসকন প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে সমাবেশ সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে আইনজীবীদের মানববন্ধন রাজবাড়ীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গোয়ালন্দে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা গোয়ালন্দে স্কুল পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চৌধুরী আব্দুল হামিদ একাডেমী কেকেএস সেফ হোম পরিদর্শনে সুইস মিডিয়া প্রতিনিধি দল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস আজ ১৭ই মার্চ। এই দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শিশু দিবস উপলক্ষে প্রাণপ্রিয় রাজবাড়ীবাসী, শিশু-কিশোরসহ সম্মানিত সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা।

বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত মানব দরদী ও অধিকার আদায়ে আপসহীন ছিলেন। স্কুল জীবন থেকেই তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলি পরিলক্ষিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ের প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধীকার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এ জন্য তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তবুও বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনো শাসকগোষ্ঠীর সাথে আপোস করেননি। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রের সামনে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ঐতিহাসিক ভাষণটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ই মার্চের সেই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেন।

২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ শুরু করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে ঘাতকরা বঙ্গবন্ধুকে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তবে এখন আনন্দের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের কারণে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যে গতিতে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন, তাতে আগামী ২০৪১ সাল নয়, তার আগেই উন্নত একটি স্মার্ট দেশে পরিণত হবে বাংলাদেশ।

বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে আমাদের শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার মাধ্যমে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে । বঙ্গবন্ধুর জন্মদিনে আমি সকলকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণের আহবান জানাই।

জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। শুভ জন্মদিন পিতা।

এম এম শাকিলুজ্জামান
পুলিশ সুপার
রাজবাড়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com