বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ এর উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় গোয়ালন্দ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, মিল্ক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শামসুল আরেফিন, মহা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দে মিল্কভিটার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ উপজেলার খামারীবৃনদ।
বক্তারা বলেন, কেন্দ্রটির মাধ্যমে গোয়ালন্দ উপজেলার খামারীদের খামারে গাভী প্রদান, চিকিৎসা সেবা, ন্যায্যমূল্যে গো-খাদ্য সরবরাহ, গুণগত মানের উপর মূল্যবৃদ্ধি, কৃত্রিম প্রজননসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। কেন্দ্রটিতে প্রাথমিক ভাবে প্রতিদিন ২ হাজার লিটার দুধ শীতলীকরণ করা যাবে।