রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা অফিসের সামনে নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের ভেতর বালিতে পুতে রাখা এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, লাশটি নির্মাণাধীন ভবনের বালির মধ্যে পুতে তার উপরে ইট দিয়ে চাপা দেয়া হয়েছে। পাশেই পড়ে রয়েছে একটি রক্তাক্ত কাঠের বাটাম ও গ্রামীণ ফোনের সিম কার্ডের খোলা প্যাকেট।
মুক্তি মহিলা সমিতির নৈশ প্রহরী রিপন বলেন, আমি ঘুম থেকে উঠে নতুর ঘরের দেয়ালে পানি দিতে গিয়ে মাটির নিচে লাশটি দেখতে পাই। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।
গোয়ালন্দ ঘাট থানার এস আই মিজানুর রহমান জানান, লোকটিকে ভোর রাতের দিকে মেরে পুতে রাখা হয়েছে বলে ধারণা তার। লাশটির মাথায় আঘাতের চিহ্ন ও গলার বাম পাশে চাকু অথবা ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। মৃত যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৪ বছরের মতো হবে। তার পরনে কালো প্যান্ট, গায়ে কালো ব্লেজার ও পায়ে কালো জুতা পরিহিত ছিল। তবে লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পিবিআইকে জানানো হয়েছে।