বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেল কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. এনায়েত হোসেন, জেলা পরিষদ এর সদস্য ইউসুফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, শিক্ষা কর্মকর্তা অঞ্জনা রানী প্রামানিক, মুক্তিযোদ্ধা আকামত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, কালুখালী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।