বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেন্ডার সমতায় তথ্য প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূণিমা রানী দত্তের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি লাইলী নাহার, অ্যড. নাজমা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, শিক্ষক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস।
মহিলা পরিষদের ্সদস্যরা ছাড়াও জেলার সাংস্কৃতিক কর্মীরা এতে অংশগ্রহণ করেন।