প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাকে ক শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা টাস্কফৌর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ মার্চ সকালে সভাকক্ষে নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রখেন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রুপা রায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ এম আব্দুল মতিন, বহরপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, নারুয়া ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস প্রমুখ।