ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার্ড গ্রাজুয়েটদের ভোট প্রদানের মাধ্যমে সিনেট প্রতিনিধি নির্বাচন ২০২৩ এর দেশ ব্যাপী পর্যায়ক্রমে অনুষ্ঠিত ভোটের অংশ অনুযায়ী রাজবাড়ী জেলা কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে আজীবন এবং সাধারণ ভোটার মিলে মোট ১২৩জন ভোটার ভোট প্রদান করেন। প্রতিদ্বন্দ্বী ২টি প্যানেলের ভোট হওয়ার কথা থাকলেও ভোট কেন্দ্রে বাঙালী জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল ব্যতিত কোন প্যানেল চোখে পড়েনি। গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রার্থী প্রফেসর ড. জেড এম পারভেজ সাজ্জাদ। আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার্ড গ্রাজুয়েট (আজীবন ভোটার) বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার্ড গ্রাজুয়েট (আজীবন ভোটার) বীর মুক্তিযোদ্ধা এড. গনেশ নারায়ন চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু এড. শফিকুল আজম মামুন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জজ কোর্টের পিপি (আজীবন ভোটার) এড. উজির আলী সেখ, রাজবাড়ী বার’র সভাপতি এড. আনোয়ার হোসেন প্রমূখ।