স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। সেই আলোকে শুক্রবার সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সরকারি গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়’ এর মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের উপস্থিতিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়ায় অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, সরকারি গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শামীম, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মোকলেছুর রহমান প্রমূখ।