রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জনসচেতনতায় এইচআইভি এইডস, বাল্য বিবাহ, মাদক,ইভটিজিং ও কভিড-১৯ বিষয়ে সচেতনতায় নাটক মঞ্চস্থ হয়েছে।
বৃহস্পতিবার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে, দৌলতদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর দেশের বৃহত্তম যৌনপল্লীর বাসিন্দাসহ কমিউনিটির জন সাধারণকে এইচআইভি এইডস, বাল্য বিয়ের কুফল, ইভটিজিং, মাদক ও কভিড-১৯ সম্পর্কে সচেতনতার লক্ষে সম্মিলিত নাট্য দলের পরিবেশনা ও পরিচালনায় “নাটের গুরু” নামক নাটক মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন সম্মিলিত নাট্য দলের ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, আতাউর রসমান, কাশেম বিশ্বাস, আরশাদ হোসেন সবুজ, সাধন কুমার বিশ্বাস, আজিজুল ইসলাম, প্রণব ঘোষ প্রমুখ।
নাটক মঞ্চায়নের আগে ‘বাউল নিকেতন, গোয়ালন্দের পরিবেশনায় গান করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান সম্পর্কে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী বলেন, প্রতিবছর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ফ্রেন্স সাপোর্ট কমিটির সার্বিক সহযোগিতায় উপজেলা ব্যাপী এ ধরনের সচেতনতামূলক নাটকের আয়োজন করা হয়।