রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়। দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইফতেখারুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজবাড়ী, ডা. মো. আব্দুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজবাড়ী, মোহাম্মদ আব্দুর রহমান উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ী। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসি, এফএসসিডি, স্কাউটস এর রাজবাড়ী শাখার সদস্যগণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী সৈয়দ আরিফুল হক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাজবাড়ী।