“এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট” রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ বাজারের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারি শিক্ষক ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীম শেখ।
এ সময় বক্তব্য রাখেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ, আক্কাছ আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারি শিক্ষক মো. ইয়াসিন আলী শেখ, মুহম্মদ আবুল কাশেম, মো. জুয়েল রানা, মো. সাইফুল ইসলাম, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারি শিক্ষক মো. লুৎফর রহমান, আক্কাস আলী হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান, আদ্যনাথ শীল, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হারুন অর রশীদ, আইডিয়াল হাইস্কুলের সহকারি শিক্ষক দিলীপ কুমার সরকার, জামতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল আহমেদ এবং গোয়ালন্দ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দীন গাজী প্রমুখ।
বক্তারা বলেন, এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৪ ফেব্রুয়ারী হতে মহাজোটের জাতীয় পর্যায়ে টানা অবস্থান কর্মসূচি চলছে। উক্ত কর্মসূচিতে যোগদান করা এবং কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে গোয়ালন্দ উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা নিয়ে এ সভার আয়োজন করা হয়।