আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কয়েক লক্ষাধিক জনতার মাঝে যে সুর শুনিয়ে তিনি জাগরণের স্ফুলিঙ্গ তুলে দিয়েছিলেন, বিশ্ব সভ্যতার ইতিহাসে এ এক বিরল অভিক্ষণ। সেই দিন মন্ত্রমুগ্ধে উজ্জীবিত হয়ে এ জাতি পেয়েছিলো মুক্তির এক নতুন দিশা। শুনেছিলো এক অভয় বানী “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”।
মুক্তিকামী জনতার ঢেউকে সেদিন দমাতে পারেনি পশ্চিমা হায়েনারা। নয় মাসে অবশেষে অর্জিত হলো স্বাধীনতা। বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বাঞ্চলে সবুজের বুকে রক্তের ঢেউ দিয়ে উড়তে লাগল বাংলার পতাকা। শেখ মুজিব হলেন জাতির পিতা। বাঙালীরা বুক উঁচু করে দীর্ঘশ্বাস নিল জয় করলো একটি পতাকা। বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ বাঙালীকে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় উজ্জীবিত করল। এ স্বপ্নপূরণে তার সুযোগ্য কন্যা ও বিশ্ব মানবতার মাতা জননেত্রী শেখ হাসিনা দুঃসাহসিক অভিযানে আবির্ভূত হন। এমডিজি পূরণে সর্বাগ্রে আর এসডিজি ’র লক্ষ মাত্রা এখন হাতের নাগালে। বাঙালী অনেক দিক দিয়ে এখন স্বয়ংসম্পূর্ণ। বাঙালীর মাথা পিছু গড় আয় এখন ২৫৫৪ মার্কিন ডলার। বাংলাদেশ জিডিপি অর্জনে পাকিস্তান থেকে বহুগুনে এগিয়ে। এই সবকিছুই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নপূরণের অঙ্গিকার। আমরা এই স্বপ্নপূরণে অঙ্গিকারাবদ্ধ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আলহাজ্ব কাজী কেরামত আলী
জাতীয় সংসদ সদস, রাজবাড়ী-১ ও
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।