সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করনে দীর্ঘদিন ধরে কাজ করছে। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকার কারনে শিশুরা শিক্ষায় পিছিয়ে পড়ায় গোয়ালন্দ উপজেলায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় ৫৪টি ক্যাচ আপ ক্লাব কার্যক্রম পরিচালনার মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুদের বাংলা পড়ায় সহায়তা দিয়ে স্ব-নির্ভর পড়–য়া তৈরীর কাজ করছে। ক্যাচ আপ ক্লাবে শিশুরা নিয়মিত আসছে কিনা সে সকল বিষয়ে এসএমসি এবং গ্রাম কমিটির সদস্যরা খোঁজ খবর নেন। কমিটির সদস্যরা ধারাবাহিকভাবে ক্যাচ আপ ক্লাব পরিদর্শন করেন, সেই সাথে অভিভাবকদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখেন। ক্যাচ আপ ক্লাবের কর্মরত সিএলআইএফ এর বিভিন্ন কাজেও সহায়তা করে থকেন। ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি এবং গ্রাম কমিটির ৫৫০ জন সদস্যের দায়িত্ব কর্তব্য বিষয়ে দুই বার প্রশিক্ষণ দেওয়া হয়।