রাজবাড়ীর পাংশায় জাহাঙ্গীর নামে এক যুবককে বেধরক পিটিয়ে মোটর সাইকেল মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার সরিসা ইউনিয়নের খালপাড়া গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে। তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন জাহাঙ্গীর জানান, বুধবার রাতে আমি বাগদুলী মিয়া পাড়া আমার এক বন্ধুর কাছ থেকে দু হাজার টাকা নিয়ে ফেরার পথে কয়েকজন আমার বাইকের গতিরোধ করে। এরপর আমার বাইকের চাবি কেড়ে নিয়ে আমাকে হাতুরি দিয়ে মারতে থাকে এবং আমার পকেটে থাকা ১০৫০০ টাকা, মানিব্যাগের ভিতরে থাকা ৬০০/৭০০ টাকা ও আমার দুইটি মোবাইল ফোন ও ডাবল ডিক্সের ফোর-বি মোটর সাইকেল নিয়ে নেয়। পরে আমাকে মারার উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যাবার জন্য একটি বাইকের মাঝখানে বসিয়ে রওনা হয়। বাগদুলী বাজার অতিক্রম করার সময় আমি বাইক থেকে লাফ দেই। স্থানীয় বাজারের কেউ একজন পুলিশে খবর দিলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। তবে পুলিশ আসার আগেই ওরা পালিয়ে যায়। পুলিশের সহযোগিতায় আমি পাংশা হাসপাতালে ভর্তি হই। ওরা হাতুড়ি দিয়ে আমার হাতে পায়ে ও মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তিতে এ ঘটনা কাউকে বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়।