রাজবাড়ীর জেলা প্রশাসক মো. আবু কায়সার খান বলেছেন, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে। আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার আজিজুল হক,কালুখালী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।