ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এর ফরিদপুর জেলা কমিটির এক মত বিনিময় ও পরিচিতি সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
শহরের ষ্টেশন রোড সংলগ্ন কালাই ফুড রেষ্টুরেন্টে সন্ধ্যায় ফরিদপুর জেলা শাখার সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনপিএস এর ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, নিজেদের অবস্থান থেকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করবেন। অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করবেন আমি এই সংগঠনের আগামীর পথচলার সাফল্য কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. মিজানুর রহমান, জহির মন্ডল, সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব), যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন (আরজু), রেজাউল করিম, আজিজুর রহমান, মো. আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক প্রকাশ চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক মো. রুবেল শেখ, মহিলা ও শিশু বিষয়ক সহ সম্পাদক চন্দ্রা দেবনাথ, তদন্ত বিষয়ক সম্পাদক নিরঞ্জন মিত্র, তদন্ত বিষয়ক সহ সম্পাদক শারমিন আক্তার রিমা। অনুষ্ঠানে এনপিএস ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাকের হাতে সম্মামনা স্মারক তুলে দেন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনপিএস এর জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান।