রাজবাড়ী জেলার গোয়ালন্দে শরীর চর্চা এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতে স্থানীয় সরকারের নিকট প্রত্যাশা ও করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বুধবার বেলা ১১টার দিকে সামাজিক সংগঠন গোয়ালন্দ “ডাস বাংলাদেশ” এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় গোয়ালন্দ পৌর মিলনায়তনে গোয়ালন্দ কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুর মহিত হীরার সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ। এসময় গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম লিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর প্যানেল মেয়র ফজলুল হক, রাবেয়া ইদ্দ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর কাদের, প্যানেল মেয়র সাহিদা আক্তার, পৌর সচিব রহুল আমিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমুখ। এসময় বক্তরা বলেন, শরীর সুস্থ্য রাখতে হলে অবশ্যই পৌর এলাকায় একটি মাঠ, পার্ক, ব্যায়ামাগার, ফুটপথ, পুকুর বা জলাশয় খুবই গুরুত্বপূর্ন। খাদ্য অভ্যাসও আমাদের পরিবর্তন করতে হবে। বক্তরা আরও বলেন, সুস্থ্য শরীর না থাকলে ভাল কিছু করাও সম্বব নয়। সুতরাং সুস্থ্য ভাবে বাঁচতে হলে অবশ্যই শরীরের প্রতি নজর নেওয়া প্রয়োজন।