বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া। এসময় জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার হাত ধরেই এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে। বিগত সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। কিন্তু মানুষ এখনও ভোটের অধিকার ফিরে পায়নি। আমরা জিয়ার সৈনিক। জিয়ার আদর্শকে ধারণ করে আমরা ভোটের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব।