মায়ের কান্না
শরীফা বেগম
একুশ আবার আসল ফিরে
বাংলার ঘরে ঘরে
এসেছে দেখো লক্ষ সালাম, বরকত, রফিক, জব্বার
তবুও মায়ের মুখের হাসি আসল না যে ফিরে।।
মা – মা – মা, তুমি আর কেঁদো না
আজই দীপ্ত সকালে কঠিন শপথ
বাংলার ঘরে ঘরে
আজই দীপ্ত সকালে কঠিন শপথ
মোদের মনে ও প্রাণে।।
পলাশ হাসে শিমুল হাসে বিজয়ের গরবে,
মা, তুমি কেন কাঁদবে?
লক্ষ ছেলে হাসছে মা গো বিজয়ের গরবে।
মা তুমি কেন কাঁদবে?
মা – মা – মা, তুমি আর কেঁদো না।
ছলো ছলো চোখ দুটি মার
থমকে আছে পলাশ ফুলে
আকাশ বাতাস বসন্তের ছোঁয়ায় মাতোয়ারা
বাংলার মাটি হাসছে দেখো পরম সুখে
মা তুমি কেন কাঁদবে?
মা – মা – মা, তুমি আর কেঁদো না।