মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

মায়ের কান্না

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

মায়ের কান্না
শরীফা বেগম

একুশ আবার আসল ফিরে
বাংলার ঘরে ঘরে
এসেছে দেখো লক্ষ সালাম, বরকত, রফিক, জব্বার
তবুও মায়ের মুখের হাসি আসল না যে ফিরে।।

মা – মা – মা, তুমি আর কেঁদো না
আজই দীপ্ত সকালে কঠিন শপথ
বাংলার ঘরে ঘরে
আজই দীপ্ত সকালে কঠিন শপথ
মোদের মনে ও প্রাণে।।

পলাশ হাসে শিমুল হাসে বিজয়ের গরবে,
মা, তুমি কেন কাঁদবে?
লক্ষ ছেলে হাসছে মা গো বিজয়ের গরবে।
মা তুমি কেন কাঁদবে?
মা – মা – মা, তুমি আর কেঁদো না।

ছলো ছলো চোখ দুটি মার
থমকে আছে পলাশ ফুলে
আকাশ বাতাস বসন্তের ছোঁয়ায় মাতোয়ারা
বাংলার মাটি হাসছে দেখো পরম সুখে
মা তুমি কেন কাঁদবে?
মা – মা – মা, তুমি আর কেঁদো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com