পাখি চাই নিরাপদ স্থান, পাখি চাই ভালোবাসা। পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে আর এই পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায়।
১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫ টায় গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ড বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরেজমিনে গিয়ে দেখা যায় ৩ বিঘা জমিতে ইরি ধানের চাষ করেছেন নব উদ্যোক্তা চাষী রাসেল আহমেদ। আর সেই জমির মাঝখানে দুটি ডাহুক পাখি ডানা মেলে উড়ছে আর মাঝে মাঝে চারপাশ দিয়ে হাঁটছে ও ক্ষেতের মধ্যে বসছে।
কথা হয় চাষী রাসেল আহমেদের সাথে তিনি বলেন, আমি আসর নামাজ শেষে আমার রোপণকৃত ইরি ধান ক্ষেতে পানি দিতে গিয়ে দেখতে পাই ক্ষেতের মধ্যে থেকে দুটি ডাহুক পাখি উড়ে যায়। দূর থেকে পানির মধ্যে কি জেনো চোখে পরতে দেখি। তারপর কাছে গিয়ে দেখি পাখির বাসা, বাসায় চারটি ডিম। পাখির বাসার কাছে আমাকে দেখা মাত্রই বাসার আশেপাশে দুটি ডাহুক পাখি উড়তে থাকে। ক্ষেতে পানির পরিমাণ বাড়তে থাকায় ডিমগুলো ডুবু ডুবু অবস্থায়। পাখির প্রতি ভালোবাসা বজায় রাখতে এবং ডিমগুলোকে রক্ষা করতে বাসার নিচে দুটি ইট দিয়ে উঁচু করে ডিমগুলো রক্ষা করি। পাখির প্রতি এমন ভালোবাসা প্রত্যেকেরই থাকা উচিৎ।