প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পেয়ে বদলে গেছে রাজবাড়ী জেলার সদর উপজেলার হতদরিদ্র শতাধিক পরিবারের মানুষের জীবন। সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের জন্য মুজিববর্ষে বিনামূল্যে ঘরের সঙ্গে রয়েছে বিদ্যুৎ, সুপেয় পানি, রান্নাঘর ও বাথরুমের সুবিধা। এ আবাসনে সড়ক যোগাযোগে পরিবর্তন আনতে নির্মাণ করা হচ্ছে নতুন রাস্তাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর পেয়ে আনন্দিত ভূমিহীন-গৃহহীন পরিবার গুলো।
‘আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ এই স্লোগান বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ- প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে এসব ঘর নির্মাণ করে দেয়া হয়। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি উপকারভোগীরা।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও দুশ জন উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী।
শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে সুখে ও শান্তিতে দিন কাটাচ্ছেন জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা।
শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীররা জানান, জমি কেনা যেখানে দুঃস্বপ্ন ছিল সেখানে বিনামূল্যে জমিসহ বসতঘর পেয়েছেন তারা। এসব ঘরের সামনেই কেউ কেউ করেছেন ফুল আর ফলের বাগান, কেউ আবার করছেন সবজির চাষ। সব মিলিয়ে একটি স্বস্তিকর জীবন পেয়ে দারুণ খুশি তারা এবং সরকারের দেয়া শীতবস্ত্র পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুবিধাভোগী আয়েশা বেগম বলেন, নিজের ঘর না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে জীবনযাপন করতে হচ্ছিল। প্রধানমন্ত্রীর কৃপায় নতুন ঘর পেয়ে এখন সুখেই আছি। কখনও ভাবতে পারিনি নিজের একটা ঘর হবে। সরকারের এমন মহৎ উদ্যোগ আমাদের জীবন ধন্য করেছে।
মুজিববর্ষের ঘর নির্মানের শুরু থেকে প্রতিনিয়ত খোজ খবর ও নিয়মিত পর্যবেক্ষণ করেছেন রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা বলেন, একজন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এই অঙ্গীকারকে সামনে রেখে সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত করার কাজ চলছে। তাই প্রত্যেক ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রত্যেকটি পরিবার নিজস্ব ঘর ও জমির মালিকানা খতিয়ান বুঝে পেয়েছেন। সমাজসেবা বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তর তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে। রাজবাড়ী সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উন্নতি হয়েছে মানুষের জীবনমান। সুখে ও শান্তিতে দিন কাটাচ্ছেন তারা। উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতে যেনো তারা কষ্ট না করে এ ব্যাপারে আমাদের সবসময়ই পর্যবেক্ষণ চলছে। সমাজের ছিন্নমূল মানুষসহ সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। ডিজিটাল বাংলাদেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, সেটি বাস্তবায়ন হলে সমাজের সব শ্রেণির মানুষের মুখে হাসি থাকবে।