রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। একই সাথে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, জেলা সড়ক নিরাপত্তা কমিটি, সড়ক দুর্ঘটনায় আহত নিহতদের নির্ভুল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হহক বিশ্বাস, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ প্রমুখ।
সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যজিল্লুল হাকিম বলেন, পাংশায় উপজেলা ভাইস চেয়ারম্যান নাদের মুন্সীকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও এ ঘটনার রহস্য আজও উদ্ঘাটন হয়নি। এগুলো খুব অ্যলার্মিং। রাজবাড়ীর বাণিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফকে যারা মারলো তারাও ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই সরকারের আমলে সমস্ত অপরাধ আর সন্ত্রাসকে জিরো টলারেন্স বিবেচনা করে। যেগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করে সেই কাজগুলো কারোই প্রশ্রয় দেওয়া উচিৎ নয়।
সভাসমূহে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা।