লাখো শহীদের রক্তে অর্জিত মাতৃভাষা বাংলা। এই মহান ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৬ টিতে শহীদ মিনার নেই। ফলে জাতীয় ভাবে ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের নির্দেশনা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান জিলাপীর মধ্যে কর্মসূচী সম্পন্ন করে। ভাষা শহীদদের জানান হয় না সুমহান মর্যাদা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোট ৯৯ টি প্রথমিক বিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র ১০ টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২টি মাদ্রাসা রয়েছে। এর একটিতেও কোন শহীদ মিনার নির্মিত হয়নি। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে সেগুলো হচ্ছে- বালিয়াকান্দি সরকারি কলেজ, মীর মশাররফ হোসেন কলেজ, বহরপুর কলেজ, জামালপুর কলেজ, মনছুর আলী কলেজ, লিয়াকত আলী স্মৃতি স্কুল ও কলেজ, মনছুর আলী উচ্চ বিদ্যালয়,ধর্মতলা মাধ্যমিক বিদ্যালয়, বকচর মাধ্যমিক বিদ্যালয়, নবাবপুর উচ্চ বিদ্যালয়, মুন্সি ইয়ার উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়, জঙ্গল সম্মিলনী উচ্চ বিদ্যালয়, কুরশী মাধ্যমিক বিদ্যালয়, নটাপাড়া উচ্চ বিদ্যালয়, শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, ইন্দুরদী উচ্চ বিদ্যালয়,নলিয়া শ্যামামোহন ইনঃ, বহরপুর উচ্চ বিদ্যালয়, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় ,মাজবাড়ী উচ্চ বিদ্যালয়, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়, আড়কান্দি উচ্চ বিদ্যালয়।
শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান ও শিক্ষাবিদ এহতেসাম মৃধা জানায়, সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের নির্দেশনা রয়েছে। প্রতিষ্ঠান প্রধানের স্বেচ্ছচারিতার কারনে গুরুত্বপূর্ন এ নির্মান কাজটি না করায় শিক্ষার্থীদের নিকট শহীদ দিবসের ইতিহাস জানার অপূর্নাঙ্গতা রয়ে যাচ্ছে।
স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার জানায়, শহীদ মিনার একটা জাতির সাহিত্য সাংষ্কৃতির স্মৃতি স্তম্ভ । সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের নির্দেশনা রয়েছে। প্রতিষ্ঠান প্রধানের স্বেচ্ছচারিতার কারনে গুরুত্বপূর্ন এ নির্মান কাজটি না করায় শিক্ষার্থীদের নিকট বাঙ্গালী জাতির ইতিহাস জানার অপূর্নাঙ্গতা রয়ে যাচ্ছে। সেইসাথে রয়ে যাচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশত্ববোধের ঘাটতি।