ঐতিহ্যবাহী রাজবাড়ী থিয়েটারের উদ্যোগে রাজবাড়ী আজাদী ময়দানে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। বৃহম্পতিবার সকালে পায়রা উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহ। উদ্বোধনের পর তুরষ্কে ভয়াবহ ভূমিকম্মে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আজাদী ময়দান থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
উৎসব উপলক্ষে বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি, নাট্যাভিনেতা ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা।
এ অনুষ্ঠানে রাজবাড়ী জেলার পাঁচজন প্রবীণ নাট্য ব্যক্তিত্বকে ক্রেস্ট উপহার দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন সৈয়দ আশরাফ আলী, সৌমেন্দ্র নাথ পাল, গোলাম মওলা চৌধুরী সেলিম, ওয়ালিউল হাসান মঞ্জু ও এম. বাচ্চু রহমান।
উদ্বোধনী দিনে রাজবাড়ী থিয়েটারের প্রযোজনায় শহীদ মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক কবর মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন ফয়জুল হক কল্লোল।
রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা বলেন, চার দিনব্যাপী এ নাট্যোৎসবে ঢাকা বাতিঘর মাংকি ট্রায়াল ও ঊর্ণাজাল, পাংশার বহুবচন থিয়েটার বৈতংসিক, রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গন চন্দ্রগ্রহণ, পশ্চিবঙ্গের কলকাতার অলটারনেটিভ লিভিং থিয়েটার লংমার্চ এবং ফরিদপুরের বাংলা থিয়েটার সাইরেন নাটক মঞ্চস্থ করবে। এ নাট্যেৎসবের মধ্য দিয়ে রাজবাড়ীতে নাটকের পুনর্জাগরণ ঘটবে। নাটকের গৌরবোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আসবে বলে মনে করেন তিনি।