রাজবাড়ী জেলা প্রশাসন, রাজবাড়ী টিটিসি, রাজবাড়ী জেলা জনশক্তি অফিস, রাজবাড়ী প্রবাসী কল্যাণ ব্যাংক ও রাজবাড়ী ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে ছাত্র জনতার জুলাই গণঅভুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ মো. আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরণে রাজবাড়ী জেলার শীর্ষ তিনজনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, রেমিট্যান্স যোদ্ধারা উপস্থিত ছিলেন।