‘স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ’ এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে জেলা প্রশাষকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, বিশেষ অতিথি সালাম তাসির, সহকারী অধ্যাপক (অবঃ), সভাপতিত্ব করেন শামসুন নাহার, লাব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার। আরো উপস্থিত ছিলেন শিক্ষক গুলশান আরা মোস্তফা, বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম, রাজবাড়ী সরকারি কলেজের গ্রন্থাগারিক মাসুম রেজা ও জেলা তথ্য কর্মকর্তা রেখা। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধিজন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সরকারি গণগ্রন্থাগারে এসে বই পাঠ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।