রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভাশেষে মিলাদ মাহফিলে দোয়ায় অংশ নেন। দোয়ার মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানা মসজিদের ইমাম আবু বক্কার ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম আবু সাঈদ প্রমুখ।
এসময় আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ।
জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহাসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
অপরদিকে তার দীর্ঘায়ু কামনায় দোয়ার অনুষ্ঠান ও মাদ্রাসার কোমলমতি শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে এর আয়োজন করেন। মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাদের প্রিয় নেতা কাজী ইরাদত আলী প্রায় ১ বছর আগে ব্রেইন স্ট্রোক করেন। দীর্ঘ চিকিৎসা নিয়ে তিনি সম্প্রতি দেশে ফেরেন। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি পুনরায় ভারতের দিল্লী ম্যাক্স হাসপাতালে গিয়ে অবস্থান করছেন। আমরা তার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দোয়ার অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ বাজার পরিষদের সভাপতি মো: সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ৫নং আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল আলম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মো. জালাল হোসাইন সহ প্রমুখ।