রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত কর্মকর্তারা যোগদান করেছেন। বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন তাদের যোগদান পত্র গ্রহণ এবং নিয়োগপত্র প্রদান করেন। এসময় নব-নিযুক্ত কর্মকর্তাগণ ইউএনও কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হিসাবে যোগদান করেন মুহাম্মদ আজম খাঁন। মুয়াজ্জিন ও খাদিম হিসাবে যোগদান করেন যথাক্রমে মুয়াজ্জিন মো. বাবুল হাওলাদার, মো. সিয়াম আহমেদ পিয়াল, খাদিম মারুফ হোসাইন প্রমুখ। এসময় গোয়ালন্দ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
মডেল মসজিদে যোগদান প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নবনিযুক্ত ইমাম মুহাম্মদ আজম খাঁন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনেক প্রশংসনীয় কাজের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মানসম্মত এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অন্যতম আর এমন একটি প্রতিষ্ঠানে যোগদান করতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।