রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার তিন মাদক করবারিকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। রোববার দিনগত সন্ধ্যা ৭টা এবং রাত ১১ টার দিকে মাদক কারবারি তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতয়ালি থানার গুহলক্ষীপুর লাশকাটা বস্তি এলাকার মো. মিজানুর শেখের ছেলে মো. পারভেজ শেখ (২৩), রফিক শেখের ছেলে জাকির শেখ (২৪) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া কিয়ামুদ্দিন মোল্লা পাড়ার মৃত আজাহার মন্ডলের ছেলে মো. আমিন মন্ডল ভেসাল (২৫)।
গোয়ালন্দ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার ওসির নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন দৌলতদিয়া শহীদ মিনার সংলগ্ন রঞ্জিত সাহার মালিকানাধীন রবিন জুয়েলার্সের দক্ষিণ পাশের পোড়াভিটার গলি থেকে পারভেজ ও জাকিরকে ৩০ গ্রাম হেরোইন এবং দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির ভবনের যৌনপল্লীতে প্রবেশ গেটের সামনে থেকে আমিন মন্ডলকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. পারভেজ শেখের বিরুদ্ধে ৯টি, জাকির শেখের বিরুদ্ধে ৮টি এবং আমিন মন্ডলের বিরুদ্ধে ৩টি করে ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন থানায় পূর্বের মাদক মামলা রয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবত তারা দৌলতদিয়া যৌনপল্লী ও পাশের পোড়াভিটা নামক পল্লীতে বিভিন্ন মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছিলো। তাদের সকলের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে তাদের তিনজনকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।