কবি পারভীন হকের আঁখি চলে ভাসাই তরী ও প্রেমহীন ভালোবাসা নামক দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা ও সাহিত্য উৎসব রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ ও স্বদেশ নাট্যাঙ্গনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। কবি পারভীন হকের আঁখি জলে ভাসাই তরী ও প্রেমহীন ভালবাসা কাব্য গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়। কবি সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি, নাট্যকার ও প্রাবন্ধিক ফরিদ আহমেদ দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আলতাফ হোসেন, নারী নেত্রী ও সাংস্কৃতিক সংগঠক এ্যাড. দেবাহুতি চক্রবর্তী, অধ্যাপক আজিজুল হক, কবি ইকবাল রাশেদীন । মুখ্য আলোচক ছিলেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, আলোচক সাবেক শিক্ষা কর্মকর্তা ও সংগঠক সৈয়দ সিদ্দিকুর রাহমান, অধ্যাপক আজিজুল হক। আরো উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, সাংবাদিক এম দেলোয়ার হোসেন, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হাসান, বিশ^ভরা প্রাণের সভাপতি মো. আতাউর রহমান, কবি খোকন মাহমুদ, কবি ওবায়েদ আকাশ, কবি আহসান হাবিব, কবি নেহাল আহমেদ, কবি আলাউল হক প্রমুখ। আয়োজনের সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমী ও দোলনচাঁপা সংগীতাঙ্গন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ম. নিজাম, চায়না সাহা ও রাজ্জাকুল আলম। আয়োজনের পরিকল্পনা মঞ্চ সজ্জায় ছিলেন নাট্যকার অজয় দাস তালুকদার। আয়োজনের শুরুতে অতিথিবৃন্দেকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন, নৃত্য, গান, আবৃত্তি, সংগীতের মধ্যে দিয়ে আয়োজনটি শেষ হয়। নান্দনিক মঞ্চ ও আলোক সজ্জায় এক অন্য রকম আবহ তৈরী করেছিল সার্বিক আয়োজনে।
নাট্যজন গোবিন্দ বাগচী কবির জীবনের উপর একটি পুথি পাঠ করেন।