রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আমিরুন নেছা জামে মসজিদ ও এতিমখানা স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল এ কাজের শুভ উদ্বোধন করেন।
শুক্রবার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকায় আমেরিকা প্রবাসী এস এম রেজা আহমেদের অর্থায়নে দ্বিতল বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, প্রবাসী রেজা আহমেদের স্ত্রী তানিয়া নুর, পৌর কাউন্সিলর নিজাম শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির পলাশ, ডেইলি অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মন্জু, শিক্ষক শফিকুল ইসলামসহ ফেসবুক ভিত্তিক সংগঠন প্রতিদিনের সকাল গ্রুপের সদস্যবৃন্দ।
আমিরুন নেছা জামে মসজিদের প্রতিষ্ঠাতা এস এম রেজা আহমেদ জানান, দ্বিতল বিশিষ্ট এ বিল্ডিংয়ের প্রথম তলায় মসজিদ ও দ্বিতীয় তলায় করবেন এতিমখানা। তিনি আরও বলেন এলাকার মানুষদের নামাজ আদায়ের পাশাপাশি এতিম শিশুরা থাকা-খাওয়াসহ এখানে অবস্থান করে হাফিজিয়া পড়ার সুযোগ পাবেন। এতিম শিশুদের থাকা-খাওয়া, পোশাকসহ সব খরচ তিনি নিজেই বহন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম আবু সাইদ।
উদ্বোধনী বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন এলাকার ধর্মপ্রান মুসুল্লিরা নামাজ আদায় করার সুযোগ পাবেন তেমনি কিছু এতিম শিশু থাকা-খাওয়াসহ আলেম হওয়ারও সুযোগ পাবেন।