রাজবাড়ীর বালিয়াকান্দিতে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে রাতের অন্ধকারে টিনের ছাপড়া ঘর উত্তোলন করে জমি দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাইককান্দি ভাটিপাড়া গ্রামের সাঈদ সরদারের ছেলে মো. ইছাক সরদার জানান, পাইককান্দি ভাটিপাড়া গ্রামের বাহাদুর আলী মোল্যার ছেলে আকরাম হোসেনের নিকট থেকে তার জমির পাশে দলিলে দাগ উল্লেখ করে ৪শতাংশ জমি ক্রয় করেন। এর আগে পাশের বাকা শেখের ছেলে হাসান শেখ ও সম্রাট শেখ ১৪ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু তাদের দলিলে কোন জমির চৌহদ্দি উল্লেখ নেই। তারা জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা চালালে গত ১৮ জানুয়ারী রাজবাড়ী আদালতে ১৪৪ ধারায় হাসান শেখ, সম্রাট শেখ, আকরাম হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বালিয়াকান্দি থানার এএসআই মিরাজুল ইসলাম গত ২৪ জানুয়ারী উভয়পক্ষকে নোটিশ প্রদান করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। নোটিশ পেয়েই রাতের অন্ধকারে হাসান ও সম্রাট মিলে কয়েকটি টিন দিয়ে ছাপড়া ঘর তুলে দখলের অপচেষ্টা চালিয়েছে।
হাসান শেখ ও সম্রাট শেখ বলেন, আমরা আগে জমি ক্রয় করেছি। তবে তারা কোন পাশ থেকে জমি নিয়েছে তা দলিলে উল্লেখ নেই। ঘর উত্তোলনের কথা স্বীকার করে মামলার রায়ে যা হবে তা মেনে নিবে বলে প্রকাশ করেন।