শুদ্ধ বাংলা ভাষার যথাযথ চর্চার লক্ষে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ীতে দুদিন ব্যাপী বাংলা উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন কথা সাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনএএম মোমেনুজ্জামান, শিক্ষানুরাগী নাসিম শফি, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন। সংগঠনের কর্মীরা অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন।
বিকেলে আবৃত্তি ও উচ্চারণ ভাবনা শীর্ষক আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মু. সিদ্দিকুর রহমান পারভেজ মাহমুদুল হাকিম তানভীর। এরপর অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষক ছায়া চক্রবর্তীসহ দুজন শিক্ষক এবং কৃতি শিক্ষার্থী কুইন ও জুলকারনাইনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র আলমগীর শেখ, প্রকৌশলী শাহজাহান মিয়া, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে সকালে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। উৎসব উপলক্ষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।
দুদিন ব্যাপী উৎসবে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, চিত্রাঙ্কন, গণিত ও দেয়াল পত্রিকাসহ মোট ৫০ টি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী।