রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোয়ার হোসেন মনা ওরফে মনা সরদারকে (২৫) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গত বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তাকে নিজ এলাকা হতে গ্রেফতার করে। মনা পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার হাবিবুর রহমান ওরফে হবি সরদারের ছেলে।
থানা পুলিশ জানায়,২০১৬ সালে উপজেলার উজানচর মরা পদ্মা নদী হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় মনোয়ার হোসেন মনা প্রভাব খাটিয়ে ওই ম্যাজিস্ট্রেটকে তার কাজে বাঁধা প্রদান করেন।
এ বিষয়ে থানায় বিশেষ ট্রাইব্যাুনালের জিআর মামলা নং ১৩/ ২০১৬ দায়ের করা হয়। সম্প্রতি এ মামলায় রাজবাড়ীর বিজ্ঞ আদালত মনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতারকৃত আসামী মনোয়ার হোসেন মনাকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।