পাংশায় অবৈধ লটারীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. মাসুদুর রহমান রুবেল পাংশা শহরের মধ্যে লটারীর টিকিট বিক্রিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
লটারীর কুপন বিক্রেতা মোঃ রিয়াজ (৩৪), পিতা- মৃত মোঃ আব্দুল গনি, বরগুনা সদর, বরগুনা কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় আর্থিক জরিমানা করা হয়। পরে তারা আর এ কার্যক্রম চালাবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় লটারি বিক্রির সরঞ্জামাদি জব্দ করা হয়। লটারীর নামে অবৈধ জুয়া বন্ধে প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।
জানা গেছে, রাজবাড়ীতে চলছে বিজয় আনন্দ মেলা। আর এই মেলাকে কেন্দ্র চলছে অনুমোদন বিহীন লটারীর টিকিট বিক্রির ধুম। বিগত কয়েকদিন যাবত লটারী কর্তৃপক্ষের বেশ কিছু কর্মী ১৬ থেকে ২০ টি ইজিবাইক যোগে এবং হাতে বাক্স নিয়ে পায়ে হেঁটে পাংশা উপজেলার আনাচে কাঁনাচে দাপিয়ে বেড়াচ্ছে। দিদারসে বিক্রি করছে টিকিট।