রাজবাড়ীর গোয়ালন্দকে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে গড়ে তুলতে সোমবার দিনব্যাপী ১১৮৭তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কোর্সে উপজেলার ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কোর্স শেষে সকলের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি মো. জাকির হোসেন। কর্মশালায় বাংলাদেশ স্কাউটস ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক শামিমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক ও সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলাকে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে আজকের এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো। এটার ধারাবাহিকতা বজায় থাকবে।