রাজবাড়ীর পাংশায় বীর বিক্রম শহিদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। শনিবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কাজীপাড়ায় শহিদ খবিরুজ্জামানের নিজ বাড়ির (মৃধা বাড়ি) আঙিনায় ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়।
মুক্তিযোদ্ধা কমান্ড বাহাদুরপুর পাংশা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তুর স্থাপন করেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. আবু হেনা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউট (গাজীপুর) এর সাবেক মহা পরিচালক ড. এম এ মাজেদ, সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রূপালী ব্যাংক লিঃ এর সাবেক জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মৃধা, এলজিইডি রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ৭১ এর মুক্তিযুদ্ধে অসীম সাহসী বীর বিক্রম শহিদ খবিরুজ্জামানের অবদানের কথা তুলে ধরেন। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।