বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা আজ অনেক দূর এগিয়ে গেছি। আমাদেরকে সামনে আরও এগুতে হবে। এজন্য দরকার ঐক্য।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মুক্তমঞ্চে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি’র সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী এমপি, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক যুগ্ম সম্পাদক অ্যড. শফিকুল আযম মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যড. সফিকুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং তার নেতৃত্বে আমরা যে বিজয় অর্জন করেছি সে বিজয়কে সুসংহত করার আগেই ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংশসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। সে সময় বঙ্গবন্ধুর আদর্শের বিপরীতে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে অপশক্তি, সে কারণে আমরা পিছিয়ে ছিলাম। আজ জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের অঙ্গীকার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিজয়কে সুসংহত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ। আমরা সে পথে এগিয়ে চলেছি।