রাজবাড়ীর পাংশায় দরিদ্র কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও মৎস্যজীবীদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এবিপি) প্রকল্পের আওতায় পাংশা উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী জাকির হাসান প্রমুখ।
আলোচনা শেষে ১০ জন দরিদ্র কর্মজীবী নারীকে সেলাই মেশিন, ১০ জন প্রদিবন্ধীকে হুইল চেয়ার এবং ১৫ জন জেলেকে জাল বিতরণ করা হয়।