রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম কুশাহাটা চরের প্রতিটি পরিবারকে একটি করে কম্বল এবং শিশুদের একটি করে সোয়েটার দেওয়া হয়েছে। রোববার দুপুরে টিম রাজবাড়ী ফাউন্ডেশন ও বুয়েট ৮৬ ব্যাচের যৌথ উদ্যোগে চরে গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হাতে পেয়ে দারুন খুশী চরের বাসিন্দা ও শিশুরা।
জানা গেছে, কুশাহাটা চরে ১৫৪টি পরিবার বাস করে। যারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ওই চরের শিশুদের পড়াশোনা শেখান ওয়াজিউদ্দিন নামে এক ব্যক্তি। সম্প্রতি টিম রাজবাড়ী ফাউন্ডেশন ও স্থানীয় একটি এনজিও শিশুদের পড়াশোনার সহযোগিতায় এগিয়ে আসে। বর্তমানে স্কুলের ছাত্রÑছাত্রীর সংখ্যা ৮৬ জন।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের আহ্বায়ক জয়ন্ত কুমার দাস ও সদস্য সচিব আহসান হাবীব জানান, প্রচন্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ। দুর্গম চরে সাহায্য পৌছানোও কষ্টসাধ্য। এসব কথা বিবেচনা করে তারা ওই স্কুলের ৮৬ জন ছাত্রÑছাত্রীর প্রত্যেককে একটি করে সোয়েটার এবং ওই চরে বসবাবসকারী ১৫৪ টি পরিবারকে একটি করে কম্বল দিয়েছেন।
বিতরণকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, বুয়েট ৮৬ ব্যাচের শাহীনুল ইসলাম, রেজাউল করিম, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, সুমন বিশ্বাস, শেখ রাজীব প্রমুখ।