বআিইডব্লউিটএি’র তত্ত্বাবধানে জৌকুড়া-নাজরিগঞ্জ রুটে চলছে ফরে। গত ১ জানুয়ারি থকেে উত্তরাঞ্চলরে সঙ্গে দক্ষণিাঞ্চলরে মানুষরে যোগাযোগরে সহজ করার লক্ষ্যে এ উদ্যোগ নওেয়া হয়ছে।
দনিে ও রাতে এই রুটে তনিটি ফরেি চলাচল করবে বলে জানা গছে। র্পযায়ক্রমে এই রুটে ফরেরি সংখ্যা বৃদ্ধি করা হব। এর আগে এই ঘাটে সড়ক ও জনপথ বভিাগরে অধীনে একটি ফরেি চলাচল করতো।
জানা গছে, উত্তরাঞ্চলরে জলো রাজশাহী, সরিাজগঞ্জ, পাবনা, রংপুর, দনিাজপুর, বগুড়া ও দক্ষণিরে জলো রাজবাড়ী, ফরদিপুর, ঝনিাইদহ, শরীয়তপুরসহ অন্তত ১০ জলোর মানুষরে যোগাযোগরে সহজ মাধ্যম জৌকুড়া-নাজরিগঞ্জ নৌপথ। সড়ক ও জনপথ বভিাগরে অধীনে তনিটি ফরেি থাকলওে দুটি থাকে সারাবছর বন্ধ। একটি ফরেি দয়িে যানবাহন পারাপার করা হতো।
শুকনো মৌসুমে নাব্যতা সংকট আর র্বষায় স্রোতরে কারণে বছররে আট মাসই বন্ধ থাকে এ নৌপথে ফরেি চলাচল। তখন পারাপাররে একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় অনুমোদনহীন ইঞ্জনিচালতি নৌকা। বষিয়টি উপলদ্ধি করে সারাবছর ফরেি র্সাভসি চালু রাখার উদ্যোগ গ্রহণ করে বআিইডব্লউিটসি। এ নৌপথে নাব্যতা সংকট দূর করতে খনন কাজ করা হয়। পাবনা-২ আসনরে সংসদ সদস্য আহমদে ফরিোজ কবরি ও রাজবাড়ী-১ আসনরে সংসদ সদস্য কাজী করোমত আলীসহ বআিইডব্লউিটএি ও বআিইডব্লউিটসিরি র্কমর্কতারা একাজে বশিষে তদারকি করনে। গত ১ জানুয়ারি দুপুর সাড়ে ৩টার দকিে প্রথম ট্রপিে তনিটি ছোট যানবাহন ও কয়কে শত যাত্রী নয়িে রাজবাড়ীর জৌকুড়া ছড়েে যায় ইউটলিটিি কদম নামে ফরেটি।
বআিইডব্লউিটএি’র অতরিক্তি পরচিালক এ কে এম আরফি উদ্দনি বলনে, এই রুটে আগে সড়ক ও জনপথ বভিাগরে অধীনে ছোট ছোট ফরেি চলাচল করতো। তবে বভিন্নি সময়ে নানা কারণে ফরেি চলাচল ব্যাহত হতো এবং রাতে ফরেি চলাচলরে কোনো সুযোগ ছলি না। এতে করে উভয় প্রান্তরে মানুষরে যোগাযোগ ব্যাহত হতো। ফলে দক্ষণিবঙ্গরে মানুষরে উত্তরবঙ্গে যাতায়াত করার ক্ষত্রেে ১২০ থকেে ২০০ কলিোমটিার অতরিক্তি পথ পাড়ি দতিে হতো। যাতে সময় ও খরচ বড়েে যতে। এখন থকেে নয়িমতি তনিটি ফরেি এখানে যানবাহন থাকা সাপক্ষেে দনিরাত ২৪ ঘণ্টা চলাচল করব। তবে যানবাহনরে চাপ থাকলে ফরেরি সংখ্যা আরও বাড়ানো হব। এরপর লঞ্চ র্সাভসিও শুরু করা হতে পার। যাত্রীদরে সুবধথে ঘাটরে উভয় প্রান্তে ভৌত অবকাঠামোগত উন্নয়ন র্কমকান্ড চালানো হব। অল্প সময়রে মধ্যে নৌমন্ত্রী আনুষ্ঠানকিভাবে ফরেি চলাচল র্কাযক্রমরে উদ্বোধন করবনে।
এই নৌপথ দয়িে মূলত পণ্য পরবিহন বশেি হয়। দক্ষণিবঙ্গরে বভিন্নি জলোর সঙ্গে উত্তরবঙ্গরে বভিন্নি জলোর যাতায়াতরে সহজপথ এট। এই নৌপথ দয়িে প্রতদিনি রাজবাড়ী ছাড়াও ফরদিপুর, মাদারীপুর, পরিোজপুর, বরশিাল, গোপালগঞ্জসহ আশপাশরে জলোগুলোর বাস ও মালবাহী ট্রাক পাবনা, সরিাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নাটোরসহ বভিন্নি জলোয় যাতায়াত কর। এই পথে বাস ও ট্রাক ছাড়াও মাইক্রোবাস, মোটরসাইকলেসহ ছোট-বড় বভিন্নি ধরনরে যানবাহন যাতায়াত কর।
রাজবাড়ী-১ আসনরে সংসদ সদস্য কাজী করোমত আলী বলনে, রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজরিগঞ্জ রুটে ড্রজেং শষেে নতুন করে ফরেি চলাচল শুরু হয়ছে। এর মাধ্যমে উত্তর ও দক্ষণিবঙ্গরে মানুষরে যোগাযোগ আরও সহজ হলো। এখন মাত্র ৩০ মনিটিে নদী পার হওয়া যাব।