রাজবাড়ীতে হিজড়া ও অন্যান্য লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠির ক্ষমতায়ন ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস’আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহাবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সমাজ সবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস কর্মকর্তা আহম্মেদ ইব্রাহিম, তাসনুবা কালাম তন্বী, বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটির সমন্বয়ক সোনালী মৌ প্রমূখ। মতবিনিময় সভায়, হিজরাদের প্রকৃত লিঙ্গ বৈচিত্র ও প্রকৃত নাম স্বীকৃতি, সমাজে তাদের বৈষম্য অবহেলা, শারীরীক ও মানসিক নির্যাতন থেকে মুক্তি, সরকারি ঘোষণা অনুযায়ী বিভিন্ন দপ্তরে নিয়োগ বহাল সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তৃতা করা হয়।