রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার ও হত্যাকান্ডে ব্যবহৃত দুটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানান। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গত শনিবার সন্ধ্যায় এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে রকিকে গুলি করে হত্যা করে। ঘটনার সাথে সাথে পুলিশ রকি হত্যায় জরিতদের ধরতে মাঠে নামে। হত্যায় অংশ গ্রহন করা রাকিব শেখ ও ইয়ামীন আলীকে পুলিশ গ্রেফতার করে। একই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি বিদেশী পিস্তল, দুটি গুলি ও পাঁচটি গুলির খোশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব শেখ চরখানাপুর গ্রামের নাজিমউদ্দীন শেখের ছেলে এবং ইয়ামীন আলী কুষ্টিয়া সদর থানার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ সুপার আরোও বলেন, কিছু দিন আগে খানাখানাপুর এলাকায় নিহত রকি গ্রুপের সাথে রাকিব গ্রুপের মারামারি হয়। সেই মারামারিতে দুই পক্ষই মামলা করে। সম্প্রতি মারামারি মামলায় রকি জেল থেকে জামিনে বের হয়। মুলত পূর্ব বিরোধকে কেন্দ্র করে এই রকিকে হত্যা করা হয়।
প্রেস কনফারেন্স আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মইন উদ্দিন চৌধুরী। জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
গত ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় খানখানাপুর সুরাজ মোহিনী ইনিস্টিউটের সামনে রকিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের ঘটনায় রকি’র বাবা বাদী হয়ে রোববার ১৬ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।