শুক্রবার রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অরুণোদয় নামের একটি সংগঠন পঞ্চনদীর মিলনোৎসব শিরোনামে হাওয়াই গিটার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
‘যন্তর বাজাও অন্তর জাগাও অন্তরে অন্তরে’ স্লোগানে হাওয়াই গিটারের সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন দর্শকরা। অনুষ্ঠানে সেলিনা আক্তার শিলু, দিনার লাকী, শ্রাবণী দত্ত জয়া প্রমুখ শিল্পীরা হাওয়াই গিটারে বিভিন্ন সংগীতের সুর তুলে দর্শকদের মুগ্ধ করেন। পরে রাজবাড়ীর নৃত্যশিল্পী আব্দুস সাত্তার কালুর পরিচালনায় জেলার নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
এর আগে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস , অরুণোদয়ের মুখপাত্র অংকন রানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভাপতি অ্যড. দেবাহুতি চক্রবর্তী।
আয়োজকরা জানান, পদ্মা বিধৌত রাজবাড়ী, শীতলক্ষা-বুড়িগঙ্গা-ধলেশরীর যুগল নগর ঢাকা-নারায়ণগঞ্জ এবং মেঘনার মায়ালাগা চাঁদপুরের শিল্পীদের নিয়ে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে বলে এর নামকরণ করা হয়েছে ‘পঞ্চনদীর মিলনোৎসব।
বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।