জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সায়লা ফারজানা শনিবার তার প্রাক্তন কর্মস্থল রাজবাড়ী জেলা সফর করেছেন। এসময় তিনি রাজবাড়ী কালেক্টরেট স্কুলে ব্যস্ত সময় অতিবাহিত করেন।
সকালে রাজবাড়ী সার্কিট হাউজে তাকে স্বাগত জানান রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে তিনি রাজবাড়ী কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। কালেক্টরেট স্কুল কর্তৃক আয়োজিত স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
প্রধান অতিথি রাজবাড়ীতে অবস্থানকালীন সময়ের স্মৃতিচারণ করেন। স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ তার আগমনে অত্যন্দ আনন্দিত ও উৎসবমুখর ছিলেন। তার আগমন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং নতুন স্কুল ভ্যান উদ্বোধন করেন। এরপর তার প্রাক্তন কর্মস্থল রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তাকে স্বাগত জানান মার্জিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।