৩১ আগস্ট ২০২২ইং। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাটতকদের হাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে শোক র্যালি। গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন এর আয়োজনে শোক র্যালি শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। প্রায় ৩হাজার নেতাকর্মী নিয়ে র্যালিটি এবিএম বাতেন এর নিজ বাড়ী থেকে মহাসড়কের জামতলা ঘুরে বাসষ্ট্যান্ড হয়ে উপজেলা আওয়ামী কার্যালয়ে গিয়ে শেষ হয়। মাল্যদান শেষে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের আদর্শ ধারন করে দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি। আগামিতেও মজিব আদর্শের সৈনিক হিসেবে মাঠে থেকে কাজ করবো। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলাম, আছি ও থাকবো।