আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন আজাদী ময়দানে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এসময় এক সমাবেশে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য গুম খুনের রাজনীতি করছে। এ অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করতে হবে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি রাজবাড়ী প্রেসক্লাবের সামনে হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় তারা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে।