রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অস্হায়ী কার্যালয়ের সামনে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি- মোঃ মোস্তফা মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. আবু বক্কার সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি- মো. তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি- মো. ইউনুছ মোল্লা,জেলা কৃষক লীগের আহবায়ক- আবু বক্কার খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য- উজ্জল হোসেন বাবু মোল্লা, আব্বাস শেখ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, দৌলতদিয়া ইউ.পি সংরক্ষিত মহিলা সদস্য- চম্পা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।